বাংলাদেশে পর্যটন খাতে ক্যারিয়ার গঠনের কতটা সুযোগ রয়েছে? পর্যটন খাতে ক্যারিয়ার গড়তে চাইলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি? এই খাতে কাজের পরিবেশ নারীদের জন্য কতটা অনুকূলে রয়েছে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি আপডেট কলেজের নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় ক্যারিয়ার বিষয়ক কর্মশালা। যার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা ও আমাদের করণীয়’। উক্ত কর্মশালায় মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাকের আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দেশের পর্যটন শিল্পের নানাদিক সম্পর্কে আলোকপাত করেন এবং এই খাতে দক্ষ জনশক্তির যে বিপুল চাহিদা তৈরি হচ্ছে তার জন্য নিজেদের প্রস্তুত করতে করণীয় সম্পর্কে সুচিন্তিত দিক নির্দেশনা দেন। কর্মশালা শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিয়মিতভাবে এমন কর্মশালা আয়োজনের জন্য আপডেট কলেজের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, আপডেট কলেজ পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট এ উচ্চশিক্ষায় দেশের একমাত্র বিশেষায়িত কলেজ। পাঁচ তারকা হোটেল দি ওয়েস্টিন ঢাকার অঙ্গ সংগঠন হিসেবে কলেজটি গত বছর যাত্রা শুরু করে। পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় আপডেট এরমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে।