UPDATE College

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

  • News

আমাদের দেশে পর্যটন শিল্প একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত। আগামী দিনগুলোতে দেশের পর্যটন শিল্পের চাহিদা মেটাতে প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। এই দক্ষ জনবল তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষায় দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান আপডেট কলেজ। কলেজটির সহযোগী প্রতিষ্ঠান ঢাকার পাঁচতারকা হোটেল দি ওয়েস্টিন ঢাকা। ঢাকা শহরের প্রাণকেন্দ্র পান্থপথে আপডেট কলেজের নিজস্ব ক্যাম্পাস রয়েছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদি বিবিএ প্রফেশনাল অনার্স চালু আছে। দেশের পর্যটন শিল্পকে বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন আপডেট কলেজ। পর্যটনে ক্যারিয়ার গড়তে চাইলে একজন শিক্ষার্থীর জন্য বইয়ের তাত্ত্বিক জ্ঞান যতটা প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন কাজের প্রায়োগিক দক্ষতা। আপনার কর্মদক্ষতাই বলে দেবে আপনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন। এ ব্যাপারে আপডেট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা একজন শিক্ষার্থীকে একদম শুরু থেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। সেই সঙ্গে তাদের ক্যারিয়ার বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পর্যটন শিল্পের স্বনামধন্য ব্যক্তিদের সমন্বয়ে নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করছি। এতে খুব সহজেই একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের লক্ষ্যটা ঠিক করে নিতে পারছে।’ পর্যটনে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। পাঁচতারকা চেইন হোটেলের পাশাপাশি ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি তো আছেই। সেই সঙ্গে বিভিন্ন রিসোর্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মসহ বিশ্বের বড় বড় এয়ারলাইন্সেও কাজের সুযোগ পান পর্যটনের শিক্ষার্থীরা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে আপডেট কলেজ। এখানে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি। দি ওয়েস্টিন ঢাকার তত্ত্বাবধানে কলেজে গড়ে তোলা হয়েছে আদর্শ হাউসকিপিং মক-আপ রুম, সেই সঙ্গে একটি পূর্ণাঙ্গ মানসম্মত কিচেন ল্যাব; যেখানে হাতে-কলমে শিক্ষার্থীরা বিষয়গুলো আয়ত্ত করতে পারছেন। কলেজটির প্রত্যেক শিক্ষার্থীকে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে ওয়েস্টিন হোটেলে এবং ইউনিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। অনার্স শেষে শিক্ষার্থীদের এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানও দিচ্ছে আপডেট কলেজ। এ ছাড়া ইউনিক গ্রুপের আরও কয়েকটি পাঁচতারকা মানের হোটেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে গ্রুপটি আগামী ৩-৪ বছরের মধ্যে এই হোটেলগুলোতে ২-৩ হাজার দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। কলেজটি চলতি শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে টিউশন ফি ২০-৫০ শতাংশ বৃত্তির সুযোগ দিচ্ছে।

 

News source