উচ্চমাধ্যমিক পাসের পর শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়েন কোন বিষয়ে তার উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত। কোনটিতে তিনি তার মেধার স্বাক্ষর রাখতে পারবেন। নিকট আত্মীয় অভিভাবকরা শিক্ষার্থীদের দিয়ে থাকেন নানা পরামর্শ। তবে বিশ্বায়নের এই যুগে সবাই একমত যে, একজন শিক্ষার্থীর তার ক্যারিয়ারের দিকে লক্ষ্য রেখেই উচ্চশিক্ষার বিষয় নির্বাচন করা উচিত।
গতানুগতিক বিষয়ে নিজেকে আবদ্ধ না করে বরং যুগের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করাই বাঞ্ছনীয়। কর্মসংস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা গ্রহণ না করলে উচ্চশিক্ষা গ্রহণের পরও অনেককে বেকার থাকতে হয়।
বর্তমান সময়ে তাই তরুণদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হয়। এই সময়ে এসে কর্মসংস্থানের জন্য অপেক্ষা না করতে চাইলে তার জন্য পড়ালেখার একটি আদর্শ বিষয় হতে পারে পর্যটন খাত।
দেশ-বিদেশের বর্তমান প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
যারা কর্পোরেট চাকরির কথা চিন্তা করেন তারা পর্যটনকে উচ্চ শিক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারেন। ট্যুরিজ্ম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে ক্যারিয়ার ভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
নেতৃত্ব, যোগাযোগ, দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো ব্যবসায়িক দক্ষতা অর্জন করেন ছাত্রছাত্রীরা।
এই সেক্টরে যেমন উচ্চ বেতন পাওয়া যায় অন্যদিকে রয়েছে স্মার্ট জীবনযাপনের সুযোগ। কাজেই এই খাতে ক্যারিয়ার গড়ার এখনই সময়।